এসবিএন ডেস্ক:
নগরে ব্যাটারী চালিত অটোরিকশা বন্ধ করার সিদ্ধান্ত বাতিলের দাবিতে গাজীপুরে ব্যাটারি চালিত অটোরিকশা মালিক-শ্রমিকরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে। এ সময় নগরের জেলা পরিষদ এলাকার হাসপাতাল সড়কে প্রায় এক ঘন্টা যানচলাচলে বিঘœ ঘটে। পরে তারা অটোরিকশা বন্ধ করার সিদ্ধান্ত বাতিল করার দাবি জানিয়ে সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে স্মারকলিপি জমা দেন। গতকাল বুধবার দুপুরে অটোরিকশা মালিক-শ্রমিকরা নগরের রথখোলা এলাকায় সমাবেশ করে। এ সময় গাজীপুর মহানগর ব্যাটারি চালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান মোল্লা, মালিক সমিতির উপদেষ্টা ফুলু মিয়া বক্তব্য রাখেন। তারা বলেন, নগরে ব্যাটারী চালিত অটোরিক্সা বন্ধ করা গাজীপুর মহানগরে দশ হাজারের বেশী সংখ্যক মালিক- শ্রমিককে পথে বসে যেতে হবে। বিকল্প কর্মসংস্থানের সৃস্টি না করে, অটোরিক্সা চলাচল বন্ধ করা হলে তারা কঠোর আন্দোলন করা হবে। এর আগে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে তারা ওই স্থানে জড়ো হন।