এসবিএন ডেস্ক :
ফেসবুক খুলে দেয়া হয়েছে। আজ দুপুরের পর ফেসবুক খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর ক্রমে ব্যবহারকারীরা ফেসবুকে প্রবেশ করতে পারছেন। দুপুরে বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ মানবজমিন অনলাইনকে জানান, ফেসবুক খুলে দিলেও নিরাপত্তার স্বার্থে বন্ধ অন্য অ্যাপসগুলো বন্ধই থাকবে। এদিকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমও গণমাধ্যমকে ফেসবুক খুলে দেয়ার কথা জানিয়েছেন। মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের আগে গত ১৮ই নভেম্বর ফেসবুক,ভাইভারসহ কয়েকটি অ্যাপস বন্ধ করে দেয় সরকার। ফেসবুক বন্ধ করায় ব্যাপক প্রতিক্রিয়া আসে ইন্টারনেট সেবা গ্রহণকারীদের পক্ষ থেকে। বিদেশী গণমাধ্যমেও এ নিয়ে নেতিবাচক খবর আসে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নিরাপত্তা শঙ্কা কেটে গেলে ফেসবুক খুলে দেয়া হবে।