এসবিএন ডেস্ক:
যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ গ্রিন কার্ডধারী মুসলিম দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রে গত পাঁচ বছরে মুসলিম দেশগুলোর অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি গ্রিন কার্ড পেয়েছে বাংলাদেশ, পাকিস্তান এবং ইরাকের মুসলমানরা।
যুক্তরাষ্ট্রে অভিবাসনবিষয়ক সিনেট উপকমিটি এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুসারে, ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৭৫ হাজার গ্রিন কার্ড পেয়েছে বাংলাদেশি মুসলমানরা এবং ৮৩ হাজার করে গ্রিন কার্ড পেয়েছে ইরাক এবং পাকিস্তানের মুসলমানরা। এ ছাড়া ইরানের মুসলমানরা পেয়েছে ৭৩ হাজার এবং মিসরের মুসলমানরা পেয়েছে ৪৫ হাজার গ্রিন কার্ড।