বিপিএলে প্রথমবার চার উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতেও খেলেছেন কার্যকরী এক ইনিংস। অধিনায়কের অলরাউন্ড পারফরম্যান্সে ঢাকা ডায়নামাইটসকে ৬৯ রানে হারিয়েছে রংপুর রাইডার্স।
গতকাল বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রংপুরের ১৭৬ রানের জবাবে ঢাকা গুটিয়ে যায় ১০৭ রানেই। তিন ম্যাচে রংপুরের এটি দ্বিতীয় জয়; দুই ম্যাচে প্রথম হার ঢাকার। রংপুরের জয়ে দুর্দান্ত অলরাউন্ডার পারফরম্যান্স দেখিয়েছেন থিসারা পেরেরাও। ব্যাট হাতে দারুণ ইনিংস খেলার পর বল হাতে নিয়েছেন ৩ উইকেট।
টস জিতে ম্যাচে আগে ব্যাটিংয়ে নামে রংপুর। উদ্বোধনী জুটিতে ৩৮ রান যোগ করে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার; ১৮ রান করেন তিনি। তবে অপর তার সঙ্গী সিমন্স ৩৯ বলে করেন দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান। এ ছাড়া মোহাম্মদ মিঠুন ২২ বলে ৩৪, শ্রীলঙ্কার থিসারা পেরেরা ২০ বলে ২৭ এবং সাকিব ১৫ বলে অপরাজিত ২৪ রান করেন। সবার মিলিত চেষ্টায় নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে রংপুর। ঢাকার পক্ষে ২টি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান ও ইয়াসির শাহ।
জয়ের লক্ষ্য ১৭৭ রান তাড়া করতে নেমে রংপুরের বোলারদের তোপের মুখে পড়ে ঢাকার ব্যাটসম্যানরা। সেই তোপ সামলাতে না পেরে ১৯.৪ ওভারে ১০৭ রানে অলআউট হয় দলটি। সর্বোচ্চ ২৯ রান করেন দলের অধিনায়ক কুমার সাঙ্গাকারা। রংপুরের পক্ষে সাকিব ৪টি ও থিসারা পেরেরা ৩ উইকেট নেন। এ ছাড়া আরাফাত সানি নেন ২টি এবং আবু জায়েদ ১ উইকেট নেন।
বরিশাল-সিলেট : মঙ্গলবার রাতে মাত্র ১০৮ রানের পুঁজি। কিন্তু বোলারদের নৈপুণ্যে সেই সংগ্রহ নিয়েই জয় পেয়েছে বরিশাল বুলস। বিপিএলে সিলেট সুপার স্টার্সকে ১ রানে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ম্যাচে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নেন বরিশালের পেসার বাংলাদেশ জাতীয় দলের তারকা আল-আমিন হোসেন। এ ছাড়া ৩ উইকেট নিয়েছেন একই দলের হয়ে খেলা জাতীয় দলের আরেক তারকা স্পিনার তাইজুল ইসলাম।