এসবিএন ডেস্ক:
গাড়ি নির্মাণকারী জাপানি প্রতিষ্ঠান টয়োটা রোবটিক্সের গবেষণায় বড় ধরনের একটি উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে।
টয়োটা বলছে, কৃত্রিম বুদ্ধি যেটাকে আমরা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স বলে থাকি, সেটাসহ রোবটিক্সের গবেষণায় আরো অগ্রগতির জন্যে তারা বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এই গবেষণার কাজ চলবে ক্যালিফোর্নিয়ার সিলিক্যান ভ্যালিতে। বিবিসি
টয়োটার উদ্দেশ্য হচ্ছে এমন একটি গাড়ি তৈরি করা যা আগামীতে নিজে নিজেই রাস্তায় চলাচল করতে পারবে।
প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট আকিও টয়োডা বলেছেন, এজন্যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কাছে একটি গবেষণা সংস্থা স্থাপন করা হবে। আরেকটি গবেষণা সংস্থা হবে ক্যামব্রিজের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টকেনোলজিতে।
আকিও মনে করছেন, কৃত্রিম এই বুদ্ধিমত্তা আগামী পৃথিবীকে আমূল বদলে দেবে।
তিনি বলেছেন, আমি বিশ্বাস করি যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি আমাদের ভবিষ্যৎ জীবন ও সমাজকে নাটকীয়ভাবে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। বর্তমানে আমি গাড়িতে এই প্রযুক্তিকে কিভাবে কাজে লাগানো যায় সেটার ওপর মনোযোগ দিয়ে কাজ করছি। তবে আমার ধারণা ভবিষ্যতে এই প্রযুক্তি শিল্পের অন্যান্য খাতের জন্যেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। গাড়ির বাইরেও এই প্রযুক্তির রয়েছে দারুণ সম্ভাবনা এবং আগামীতে এটা নতুন এক শিল্প সৃষ্টি করতে পারে।