Please Share This Post in Your Social Media
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ভারতের রাজধানী নতুন দিল্লিতে এশীয় বাঘ সুরক্ষা সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
সম্মেলন উদ্বোধনের সময় বাঘ সংরক্ষণ বিষয়ে বাংলাদেশ ও ভারতের একটি যৌথ প্রতিবেদন উপস্থাপন করেন নরেন্দ্র মোদী ও আনোয়ার হোসেন মঞ্জু।
বাংলাদেশ ও ভারতসহ চীন, কম্বোডিয়া, লাওস ও মালয়েশিয়ার মন্ত্রী ও সরকারি ও বেসরকারি সংস্থার বহু ডেলিগেট সম্মেলনে অংশ নেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলন উদ্বোধন করেন।
বাঘ সংরক্ষণ বিষয়ে ২০১১ সালের সেন্ট পিটার্সবার্গ ঘোষণা বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাবে ২ দিনের এই সম্মেলনে। সন্ধ্যায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে সাক্ষৎ করেন বনমন্ত্রী।
Related