সিলেট বাংলা নিউজ: সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন সদর উপজেলায় গ্রামীন জনপদের যোগাযোগ ব্যবস্থা অত্যান্ত উন্নত হচ্ছে।
তার কারণ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপির সু-দৃষ্টির ফলে। এ ধারা অব্যাহত থাকলে মডেল উপজেলায় পরিনত হতে সময়ের ব্যাপার মাত্র।
গতকাল ১১ এপ্রিল দুপুরে ৪নং খাদিমপাড়া ইউনিয়নে ২টি কালভার্ট ও ৪টি পাকা রাস্তার উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপরোক্ত কথগুলো বলেন।
উন্নয়ন কাজগুলোর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সিলেটের বাস্তবায়নে গাছবাড়ী সড়ক হতে মুরাদপুর আর.সি.সি বক্স কালভার্ট এর উদ্বোধন, ললিছড়া জাকারিয়া সিটি গরমঠিলা সড়ক আর.সি.সি বক্স কালভার্ট এর উদ্বোধন, পরগনা বাজার কুশি নদী, পাকা সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন আরএইচডি জালাল নগর সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, উপজেলা পরিষদ বাস্তবায়নে ইসলামাবাদ ব্রিজের মুখ হতে লালখাটংকি পাকা সড়ক উন্নয়ন কাজ শেষে উদ্বোধন, খাদিমপাড়া ২নং পাকা সড়ক উন্নয়ন কাজ শেষে উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী মখলিছুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ বদরুল ইসলাম, ইউপি সদস্য আনোয়ার হোসেন আনু, মুরব্বি আব্দুর রহিম তখাই, যুবলীগ নেতা আজাদুর রহমান সামাদ, মুসলিম মিয়া, হাজী ফখরুল মিয়া, তুরু মিয়া, সিরাজ মিয়া, ডা. বাহার, আমির আলী, লায়েক আহমদ, আব্দুল লতিফ, মো. নূর মিয়া, উমর আলী, সাজু মিয়া, সিরাজ মিয়া, কবির মিয়া প্রমুখ।
বার্তা প্রেরক
এম.রহমান ফারুক