Please Share This Post in Your Social Media
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ফলে কল-কারখানার শ্রমিকরা ‘বৈষম্যের’ শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার বিকালে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘পে কমিশন করে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে। কিন্তু কল-কারখানায় যারা উৎপাদন করে তাদের বেতন বাড়ে নাই।’
সরকারি কর্মচারী ও গার্মেন্ট শ্রমিকের বেতনের তুলনামূলক চিত্র তুলে ধরে তিনি বলেন, সরকারি পিয়নের বেতন হয়েছে ন্যূনতম ৮ হাজার ২শ টাকা। আর গার্মেন্টস কারাখানা একজন টেকনিশিয়ান বেতন ৫ হাজার ৩শ।
তিনি বলেন, ‘কিন্তু প্রশ্ন হচ্ছে এটা, যারা সম্পদ উৎপাদন করে, যারা পয়সা পয়দা করে, যারা শিল্পের শ্রমিক তাদের মজুরি বাড়বে না। আর সচিবালয়ে বসে থাকবে যারা, কেবল তাদের বেতন বাড়বে। এটা বৈষম্য।’
নজরুল ইসলাম উৎপাদনের সঙ্গে যুক্তদের বেতন-ভাতা বাড়ানোর দাবি জানিয়ে বলেন, ‘উৎপাদনশীল মানুষের আগে বেতন বাড়বে। তারপরে বেতন বাড়বে যারা সহায়ক শক্তি আছে তাদের।
কিন্তু আমাদের দেশে এটার উল্টোটা হয়।’
Related