সিলেট বাংলা নিউজঃ শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় দুই কোটি টাকা মূল্যের একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি সিলেটে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
রোববার ভোর রাতে নগরীর আম্বরখানা এলাকার বিএম টাওয়ারের পার্কিং এলাকা থেকে গাড়িটি আটক করা হয় বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সিলেটের সহকারী পরিচালক প্রভাত কুমার সিংহ।
গাড়িটির মালিক যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মালেক। তিনি ২০১২ সালে কার নেটের মাধ্যমে গাড়িটি দেশে নিয়ে আসেন বলে জানান শুল্ক গোয়েন্দা বিভাগের এ কর্মকর্তা।
প্রভাত কুমার বলেন, গোপন খবরে শুল্ক গোয়েন্দারা জানতে পারেন আম্বরখানা বিএম টাওয়ারের বি-৩ ফ্ল্যাটের পার্কিং-এ একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি রয়েছে। শুক্রবার শুল্ক অধিদপ্তরের কর্মকর্তারা পুলিশ নিয়ে সেখানে গেলে গাড়িটি পার্কিংয়ে পাওয়া যায়নি।
“পরে রোববার ভোররাতে টাওয়ারের সামনে থেকেই গাড়িটি জব্দ করা হয়েছে।”
জালিয়াতির মাধ্যমে কাস্টমস দলিলাদি প্রস্তুত করে গাড়িটি বিআরটিএ থেকে রেজিস্ট্রেশনও করা হয় বলে জানান তিনি।
গাড়ির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তররের কর্মকর্তা প্রভাত।