Please Share This Post in Your Social Media
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অভিভাবকহীন প্রতিবন্ধীদের সব ধরনের দায়িত্ব নেবে সরকার। আমাদের অটিস্টিক শিশু বা প্রতিবন্ধীরা দেশের জন্য সুনাম নিয়ে আসছে। গোল্ড বা রূপা নিয়ে আসছে। ক্রিকেটে ভালো করছে।
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি শুভেচ্ছা কার্ড বা বিভিন্ন উপলক্ষে পাঠানো কার্ডগুলোতে ব্যবহৃত চিত্র কিন্তু এই অটিস্টিক শিশুদের নিয়ে করে থাকি।
তিনি আরো বলেন, অনেক জ্ঞানী-গুণীরা ও বিশিষ্ট মানুষজন অটিজমের শিকার হয়েছিলেন। উইলিয়াম বাটলার, পদার্থ বিজ্ঞানি স্টিফেন হকিং, বিটোফেন তারা অনেকেই অটিজমের শিকার ছিলেন। কিন্তু তারা দিয়ে গেছেন অনেক। আামদের অটিস্টিক সন্তানরা যাতে কিছু দিতে পারে তার জন্য ব্যবস্থা করবো।
তিনি বলেন, অটিস্টিক বা প্রতিবন্ধীরা আর কষ্টে থাকবে না। তাদের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। এটা রাষ্ট্রেরও কর্তব্য। কিন্তু দেখা যায় সরকার পরিবর্তনের সাথে সাথে এসব পদক্ষেপ বন্ধ হয়ে যায়। যেমন কমিউনিটি ক্লিনিকের মতো সেবাকেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছিল।
তিনি আরো বলেন, তাই এসব বিষয়ে একটা ফান্ড করে দিয়ে যেতে চাই, যাতে এটা আর বন্ধ না হয়। আর একটি দেশকে উন্নত করতে হলে সকলকে নিয়েই করতে হবে। প্রতিন্ধীদের জীবনও যাতে সুন্দর হয়, সেটাই চাই আমরা।
Related