Please Share This Post in Your Social Media
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কারিগরি শিক্ষা যুব সমাজের চাকরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। অনেক ক্ষেত্রে উচ্চশিক্ষা লাভ করে হাজার হাজার শিক্ষার্থী বেকার থাকলেও কারিগরি শিক্ষা বা প্রশিক্ষণ গ্রহণের পর বেকার নেই।
শুক্রবার সকালে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)’র সহযোগিতায় ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নুরুল ইসলাম নাহিদ বলেন, কারিগরি শিক্ষার ক্ষেত্রে দেখা যায়, পাস করার সঙ্গে সঙ্গে চাকরি পায়। দক্ষতা অর্জন করতে পারলে তাদের চাকরি খুঁজতে হবে না, চাকরিই তাদের খুঁজে বের করবে।
তিনি বলেন, বর্তমান সরকার কারিগরি শিক্ষায় যুগান্তকারী পরিবর্তন এনেছে। ২০০৮ সালে যেখানে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তির হার ছিল ১ দশমিক ২ শতাংশ, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ১১ শতাংশ।
২০২০ সালের মধ্যে এ হার ২০ শতাংশে উন্নীত করা হবে, এমনকি তার চেয়ে বেশি হবে। সরকারের নানামুখী উদ্যোগের ফলে সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষা-প্রশিক্ষণ প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ২০০৮ সালের ৭ লাখ থেকে বেড়ে বর্তমানে ১৫ লাখের অধিক হয়েছে।
Related