সিলেট বাংলা নিউজ স্পোর্টস ডেস্কঃ ‘ক্যাপ্টেন কুল’ তিনি। ঘরের মাঠের বিশ্বকাপের ফাইনালে উঠতে ব্যর্থ ভারত। তারপরও অধিনায়ক এমএস ধোনি অনবদ্য।
বৃহস্পতিবার রাতে ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হারলো দল। এরপর সংবাদ সম্মেলনে এক বিদেশি সাংবাদিক ধোনিকে অবসর প্রসঙ্গে প্রশ্ন করে বসলেন।
সবাইকে চমকে দিয়ে ধোনি উল্টো সাংবাদিক হয়ে গেলেন! সাংবাদিককে পাশে বসিয়ে সাক্ষাৎকার নিলেন! তাতেই বেরিয়ে এলো অবসর বিষয়ে ধোনির জবাব। বড্ড নাটকীয়!
সংবাদ সম্মেলনে বিদেশি সাংবাদিকের প্রশ্ন, “একজন ক্রিকেটারের পক্ষে যা কিছু সম্ভব আক্ষরিক অর্থে তা আপনি অর্জন করেছেন। এখনো খেলে যাবেন?”
ধোনি বললেন, “সরি”। প্রশ্নটা আবার করতে বললেন।
প্রশ্নটা আবার শুনে হাসলেন। তারপর হাত বাড়িয়ে সাংবাদিককে তার পাশে চলে আসতে বললেন। আলাপ করবেন। সাংবাদিক তো থতমত।
“এখানে চলে আসুন। একটু মজা করা যাক। আসুন।” সাংবাদিক নিশ্চিত নন। ধোনি হয়তো সিরিয়াস না। এমনি মজা করছেন।
কণ্ঠে জোর দিয়ে ধোনির আহবান, “আরে আসুন। আসুন। আমি সিরিয়াস। চলে আসুন।” পাশে একটা চেয়ার টানেন ধোনি।
রুমের সবাই উৎসুক তখন। কি হয়! একটু জড়সড় হয়েই সাংবাদিক এগিয়ে যান। ধোনির পাশে বসেন।
“আপনি চান আমি অবসর নেই?” সাংবাদিকের কাঁধে ডান হাত রেখে ধোনির প্রশ্ন। যেন তিনিই এখন সাংবাদিক।
“না। আমি চাই না। এমনি জিজ্ঞেস করছিলাম।”
অবসর নিয়ে ধোনি আগেও প্রশ্ন শুনেছেন। কখনো মৃদু হেসে, মাথা দুলিয়ে, কখনো একটু উষ্মা প্রকাশ করে জবাব দিয়েছেন। এবার মূর্তীমান ব্যতিক্রম।
“আমি ভেবেছিলাম প্রশ্নটা ভারতীয় মিডিয়ার কারো। বলতে পারতাম তার কোনো ভাই বা ছেলে কিপার হিসেবে ভারত দলে খেলতে চায় কি না।” বাঁ হাতে দাড়িতে হাত বুলাতে বুলাতে বলেন ভারত অধিনায়ক।
সাংবাদিক পাশেই বসা। এবার ধোনি তাকে জিজ্ঞেস করলেন, “আপনার কি মনে হয় আমি আনফিট?”
সাংবাদিকের জবাব “না”।
“আমার দৌড় দেখে তাই মনে হয়?”
এই প্রশ্নের জবাবে সাংবাদিকের জবাব, “খুবই ক্ষিপ্র।”
“আপনার কি মনে হয় ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চালিয়ে যেতে পারবো আমি?”
ধোনির এই প্রশ্নে সাংবাদিকের ত্বরিৎ জবাব, “হ্যা, নিশ্চয়ই।”
“তাহলে আপনার প্রশ্নের জবাব তো পেয়েই গেলেন-” সাংবাদিকের পিঠ চাপড়ে হাসতে হাসতে বলেন ধোনি।
সংবাদ সম্মেলনের রুমে তখন হাসি ছড়িয়ে পড়েছে। সেই হাসির মাঝে ধোনি আরেকটু বলেন, “এই প্রশ্ন ভারতের মিডিয়ার কেউ করলে ভালো হতো।
জিজ্ঞেস করতে পারতাম উইকেটকিপার হিসেবে খেলার মতো তার কোনো ছেলে আছে কি না। জবাবে সে ‘না’ বললে জিজ্ঞেস করতাম উইকেটকিপার হিসেবে খেলার মতো তার কোনো ভাই আছে কি না।”
বিদেশি সাংবাদিকের দিকে আরেকবার ইঙ্গিত করে ধোনি শেষ করেন, “ভুল সময়ে ভুল গুলি ছুড়ে ফেলেছেন!