Please Share This Post in Your Social Media
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ফরাসি পরিবার ও নারী অধিকার বিষয়ক মন্ত্রী লরেন্স রসিগনল হিজাবের সমর্থক নারীদের দাসত্ব সমর্থন করা নিগ্রোদের সঙ্গে তুলনা করেছেন। তার এই মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে।
এর আগে ফ্রান্সের ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম প্রধান ব্যক্তিত্ব পিয়েরে বার্জ বলেছিলেন, ফ্যাশন ইন্ডাস্ট্রি ইসলামি পোশাক তৈরি করে নারীদের দাসত্ব বিনির্মাণে অংশ নিচ্ছে।
‘নিগ্রো’ শব্দটি ব্যবহার করার কারণেই তিনি বেশি সমালোচিত হচ্ছেন। অবশ্য রসিগনল বলেছেন, তিনি ফরাসি দার্শনিক মন্টেস্কুর ‘অন দ্য এনস্লেভমেন্ট অব নিগ্রো-স’ এর রেফারেন্সটা ব্যবহার করে এই কথা বলেছিলেন।
‘নিগ্রো’ শব্দটি ব্যবহার করার জন্য ক্ষমা চেয়ে বলেন, আমি একটি ভাষাগত ভুল করেছি। এছাড়া আমি আর একটি শব্দও ফেরত নেবো না। এএফপি।
Related