এসবিএন ডেস্ক:
ঝাড়খণ্ডে ট্রেনের সঙ্গে গাড়ির ধাক্কায় পাঁচ শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। সোমবার রাতে ঝাড়খণ্ডের রামগড়ে ভুরকণ্ডা স্টেশনের কাছে ওই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতেরা সবাই একে অপরের আত্মীয়। লেভেল ক্রসিংয়ে প্রহরী না থাকার প্রতিবাদে ভুরকণ্ডায় রেললাইন অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা। এতে মঙ্গলবারও এই রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে ভুরকণ্ডা স্টেশনের কাছে প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে একটি বোলেরো গাড়িকে ধাক্কা মারে হাওড়া-ভোপাল এক্সপ্রেস। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গাড়ির পাঁচ শিশুসহ ১৩ জন যাত্রীর। তারপর সংশ্লিষ্ট স্টেশনে ট্রেনটি থামানো হয়। এই রুটে অন্য ট্রেন চলাচলও বন্ধ করে দেয়া হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের পদস্থ কর্মকর্তারা। ট্রেনের ইঞ্জিনে জড়িয়ে থাকা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে গ্যাস কাটার দিয়ে কেটে মৃতদেহগুলি বের করা হয়। ইঞ্জিন থেকে গাড়িটি আলাদা করে রেললাইন ফাঁকা করা হয়। এরপর ট্রেনটি গন্তব্যে রওনা দেয়। তবে ঘটনার প্রতিবাদে এবং লেভেল ক্রসিংয়ে প্রহরী দেয়ার দাবিতে এদিন সকাল থেকে রেললাইন অবরোধ করেছেন এলাকাবাসীরা।