সিলেট বাংলা নিউজ ডেস্কঃ শেরপুরের চাঞ্চল্যকর শিশু রাহাত হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সায়েদুর রহমান খান এ রায় দেন। ফাঁসিরদ-প্রাপ্তরা হলেন- আব্দুল লতিফ (২১), রবিন মিয়া (২০) ও আসলাম বাবু (২২) । অপর আসামি ইমরান হোসেনকে (২১) যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়।
এদিন জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় আসামি লতিফ, রবিন মিয়া, আসলাম বাবু ও ইমরান হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২ আগস্ট দুপুরে শেরপুর শহরের শিববাড়ি এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী শহীদুল ইসলাম খোকনের ছেলে এবং স্থানীয় বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আরাফাত ইসলাম রাহাতকে (৮) তার খালু আব্দুল লতিফসহ কয়েক জন অপহরণ করে মুক্তিপণ দাবি করে।
অপহরণের ৬ দিন পর ৮ আগস্ট দুপুরে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক সংলগ্ন পাহাড় থেকে রাহাতের কঙ্কাল উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় গ্রেফতার রাহাতের খালু লতিফসহ অপর ৩ আসামি রবিন মিয়া, আসলাম বাবু ও ইমরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তদন্ত শেষে পুলিশ লতিফসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। পরবর্তীতে নিম্ন আদালত ১৩ ডিসেম্বর মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠালে ৩ ফেব্রুয়ারি ৪ আসামির বিরুদ্ধেই অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। এরপর ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাষ্ট্রপক্ষের ২৭ জন সাক্ষীকে জেরা করা হয়।