সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে শাহবাগে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করছে। এতে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে অবস্থান নিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও শাহবাগ থানা সূত্রে মঙ্গলবার দুপুর ২টায় এসব তথ্য জানা যায়।
জিলানী নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র/ছাত্রীদের ১টি বিক্ষোভ মিছিল এসে শাহবাগে দাঁড়ায়। মিছিলকারীরা বিক্ষোভ করতে থাকে।
এরপর বিভিন্ন দিক থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কয়েকটি মিছিল এসে সেখানে যোগ দেয়। তারা অবিলম্বে তনু হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানায়।
এ বিক্ষোভের ফলে শাহবাগে সবক’টি রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তায় শত শত গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী।
তবে তাদের মধ্যে ক্ষোভ লক্ষ করা যায়নি। বিক্ষোভস্থলের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। সেখানে পুলিশের গোয়েন্দা বিভাগের অনেককে দেখা গেছে।
এদিকে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুবকর ছিদ্দিক রাইজিংবিডিকে জানান, তনু হত্যাকারীদের কেন ধরা হচ্ছে না- এমন প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও অন্যান্য সংগঠনের নেতা কর্মীরা শাহবাগে এসে বিক্ষোভ করছে। এই মুহূর্তে রাস্তা বন্ধ আছে। তাদের রাস্তা ছেড়ে দিয়ে বিক্ষোভ করতে বলা হচ্ছে।