সিলেট বাংলা নিউজঃ জননেতা দেওয়ান ফরিদ গাজী স্মৃতি পরিষদের আহবায়ক কমিটি গঠন ও বন্ধন নামে একটি প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠান করা হয়েছে।
গতকাল রাতে জিন্দাবাজারস্থ কাকলী মাকের্টের ৫ম তলায় অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নব গঠিত আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক এম এ হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক এইচ এ তাফাদার রুহেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেওয়ান ফরিদ গাজী অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। দলমত নির্বিশেষে সকলে শ্রদ্ধা করে ও ভালবাসে।
তার মৃত্যুতে সিলেট বিভাগ একজন সৎ ও নিষ্ঠাবান অভিবাবক হারালো। তাঁর স্মৃতি নিয়ে যারা আলোচনা পর্যালোচনা করে প্রকাশনা প্রকাশ করেছেন তা যেন বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের সর্বত্র পৌঁছে দেওয়া হয়।
আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. গাজী জামিলের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল মুকিত মনাফ।
সভায় উপস্থিত ছিলেন মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি আব্দুর রকিব শিকদার, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সুহেল আহমদ সাহেল, জেলা শাখার প্রচার সম্পাদক শ্রী সরোজ ভট্রাচার্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবু ছালেক জায়েদ, সদস্য সচিব ওবায়দুর রহমান সুজা, সদস্য সচিব মাওলানা এম এ কাইয়ুম, সদস্য সচিব আব্দুল মুকিত মনাফ, সদস্য মো. শরিফ উদ্দিন, মো.কামাল হোসেইন, সোয়েদ আহমদ, মো. মঈন উদ্দিন, মারুফ আহমদ দুলাল, মো. আইন মিয়া, ইফতেখার হোসেন সোহেল, আন্দন রায়, আব্দুল্লা, পাবেল মিয়া, উজ্জল মিয়া, আনোয়ার হোসেন প্রমুখ।