সিলেট বাংলা নিউজ: জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাব্বির আহমদ বলেছেন, ছাত্র সমাজ নেতারা সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য জাতীয় পার্টির ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে।
দলের চেয়ারম্যানকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনতে হলে প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন, থানা, পৌরসভা ও উপজেলা পর্যায়ে ছাত্র সমাজকে শক্তিশালী করতে হবে।
দেশর এ ক্রান্তিকালে ছাত্র সমাজই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ছাত্র সমাজই পারে এরশাদের হাতকে শক্তিশালী করতে।
তিনি বলেন, ৬৮ হাজার গ্রাম আর জন মানুষের নেতা পল্লীবন্ধুকে ক্ষমতায় না আনলে দেশে শান্তি ফিরবে না। একমাত্র এরশাদই পারেন দেশের মানুষের মাঝে শান্তি ফিরিয়ে দিতে।
তাই ছাত্র সমাজের প্রতিষ্ঠা বার্ষিকীতে স্লোগান হোক পল্লীবন্ধু এরশাদ, উন্নয়নের রূপকার। লড়বো মোরা রাজপথে ক্ষমতায় আনবো পল্লীবন্ধুকে।’
তিনি আজ রোববার বিকেল ৫টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি হোটেলে সিলেট জেলা ও মহানগর ছাত্র সমাজের উদ্যোগে জাতীয় ছাত্র সমাজের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ছাত্র সমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি হেলাল আহমদ তালুকদারের সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্র সমাজের সাবেক সদস্য সচিব জাকির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্র সমাজের সদস্য জুবায়ের আহমদ জুবের, মহানগর ছাত্র সমাজের সাবেক যুগ্ম-আহ্বায়ক ইমরান আহমদ, মহানগরের বর্তমান সদস্য সচিব মো. কামাল জাহিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্র সমাজ যুগ্ম-আহ্বায়ক মো. রিয়ার রহমান অমিত, মহানগর ছাত্র সমাজ নেতা দাদুল আহমদ, আজাদ আহমদ, কামাল আহমদ, লুৎফুর রহমান, হাসান আহমদ, আবির বক্স, রাজু আহমদ, মিজানুর রহমান, মনসুর আলম, নাঈম ইকবাল চৌধুরী, মিজানুর রহমান, রুমেল আহমদ, জেলা ছাত্র সমাজ নেতা জায়েদ আহমদ, রুহুল আমিন, আফজাল হোসেন মান্না, শফিউর রহমান, নুমান আহমদ প্রমুখ।
আলোচনা সভা অনুষ্টানের আগে কেক কেটে ছাত্র সমাজের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন প্রধান অতিথি।