এসবিএনঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার রাসনগর গ্রামে ভগবান শ্রীকৃষ্ণের ৫৩তম বসন্তরাস অনুসরণ শুরু হয়েছে। শুক্রবার রাত শুরু হওয়া এই রাসলীলানুকরণ শেষ হবে শনিবার ভোর রাতে।
এর আগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
সম্মানিত অতিথি ছিলেন মণিপুরী সমাজ কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা রাজা মিয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সহ সভাপতি নির্মল কুমার সিংহ ও বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দেবাশীষ কুমার সিংহ, মহারাস সেবা সংঘের সাংস্কৃতিক সম্পাদক উপেন্দ্র কুমার সিংহ ও বিশিষ্ঠ ব্যবসায়ী কামু শর্ম্মা।
সমাজকণ্যাণ সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি স্বপন কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠান পরিচালনা করেন বসন্ত রাসলীলা উদযাপন কমিটির আহ্বায়ক অমর কুমার সিংহ ও সদস্য সচিব মিলন কুমার সিংহ।
আলোচনা ও সংবর্ধনা শেষে রাতে শ্রী শ্রী কৃষ্ণের বসন্ত রাসলীণুকরণ শুরু হয় ছাতকের রাসনগর জগন্নাথ জিউ মন্দিরে। বসন্ত রাস শেষ হবে শনিবার ঊষালগ্নে।