এসবিএন ডেস্ক:
কমলাপুর রেল স্টেশনের কাছে বাসচাপায় নিহত পোশাক শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে রাজধানীর ব্যস্ত দুই রাস্তা চার ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ ও ভাংচুর চালিয়েছে পোশাক শ্রমিকরা। তাদের অবরোধের কারণে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত কমলাপুর রেল স্টেশনের কাছে চাররাস্তার মোড় এবং মতিঝিলের নটরডেম কলেজের সামনে ‘টয়েনবি সার্কুলার রোড’ দিয়ে যান চলাচল বন্ধ থাকে।
এরই মধ্যে বেলা ১২টার দিকে কমলাপুরের পূর্ব পাশে মুগদা এলাকায় শ্রমিকরা কয়েকটি গাড়ি ভাংচুর করে। দুই সড়ক বন্ধ থাকায় আশপাশের সড়কগুলোয় যানবাহনের তীব্র চাপ সৃষ্টি হয়। কমলাপুর, মতিঝিল, আরামবাগ এলাকায় দেখা দেয় তীব্র যানজট। মতিঝিল বিভাগের পুলিশের উপ-কমিশনার আনোয়ার হোসেন বলেন, ১২টার পর আরামবাগে নটরডেমের সামনে দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। পরে সর্বোচ্চ ক্ষতিপূরণের আশ্বাস দিলে শ্রমিকরা কমলাপুরের সামনের রাস্তা থেকেও সরে যায়।