এসবিএন: সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ফালাকুজ্জামান চৌধুরী জগলু বলেছেন- দেশ জাতি আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে।
আওয়ামী ফ্যাসীবাদী শক্তির হাত থেকে জাতিকে মুক্ত করতে শহীদ জিয়ার সৈনিকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে আওয়ামী অপশাসনে নিষ্পেষিত জাতি আজ শহীদ জিয়ার উত্তরসুরীদের দিকে তাকিয়ে আছে।
যোগ্য নেতৃত্বের মাধ্যমে সিলেট তথা সারাদেশের বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে হবে। সিলেট জেলার কাউন্সিলারগন যোগ্য নেতৃত্ব নির্বাচন করার মাধ্যমে একটি শক্তিশালী জেলা কমিটি উপহার দিয়েছে।
দক্ষিণ সুরমার কৃতি সন্তান আলী আহমদকে সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক নির্বাচিত করার মাধ্যমে জেলা বিএনপিকে গতিশীল করার পথ সুগম করতে হবে।
তিনি শুক্রবার সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে সিলেট জেলা বিএনপির নব-নির্বাচিত সাধারন সম্পাদক আলী আহমদ-কে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নছির মিয়ার সভাপতিত্বে যুবদল নেতা এম এ মুমিন ও মুজিব আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে জননেতা আলী আহমদ বলেন-আমি দক্ষিণ সুরমার কৃতি সন্তান হিসেবে অবশ্যই গর্বিত।
সম্মানীত কাউন্সিলারগন যে মহান লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমাকে নির্বাচিত করেছেন আমি তার প্রতিদান দিতে সর্বদা সচেষ্ঠ থাকব।
সকল গ্রুপিং ও ভেদাভেদ ভুলে গিয়ে শক্তিশালী জেলা বিএনপি গঠনে আমাদের মিশন সফল করতে আপনাদের সম্মিলিত সহযোগিতার বিকল্প নেই।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, উপজেলা বিএনপি নেতা আব্দুল হান্নান, অধ্যক্ষ জিল্লুর রহমান সোয়েব, হাজী মকবুল আহমদ চৌধুরী, মো. শফিক মিয়া চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শামীম আহমদ, বিএনপি নেতা আব্দুল লতিফ খান, উপজেলা সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ, বিএনপি নেতা শাহ মাহমুদ আলী, আলী আহমদ হীরা, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, বিএনপি নেতা জিলা মিয়া মেম্বার, জাকির আলী, ইসলাম উদ্দিন, শাহেদ আহমদ, আমিনুর রহমান চৌধুরী শিপতা, আব্দুল আহাদ, ফখরুল ইসলাম চৌধুরী, জাহির আলী, নজরুল ইসলাম মনির, নুর মিয়া, আজাদ মিয়া, ওয়েছ খান, যুবদল নেতা কাউসার চৌধুরী, ছাত্রদল নেতা জয়নাল আহমদ, যুবদল নেতা শেখ বকুল, ইরন মিয়া, কামাল আহমদ, আব্দুস শহীদ, উপজেলা ছাত্রদল নেতা হুমায়ুন রশীদ, শানুর আহমদ, দিপু খান, মুকিত আহমদ, আব্দুল আমিন, আব্দুর রাজ্জাক, মিজান চৌধুরী, ফাহিম আহমদ, আল আমীন স¤্রাট, সুজন আহমদ, পাবেল আহমদ, অমি আহমদ, রাজিব আহমদ, সাব্বির আহমদ, নাহির আহমদ, রাসেল মিয়া, জহির আহমদ, জুবায়ের আহমদ, ফাহিম আহমদ (২), তাহলিল আহমদ, উজ্জল আহমদ, পাপ্পু আহমদ, বিলাল আহমদ ও সোহেল আহমদ প্রমুখ।