এসবিএন ষ্টাফ রিপোর্টার: ২০১্র৫ সালের বিভিন্ন ফাইনাল পরীক্ষায় বৃত্তি পাওয়ার ক্ষেত্রে ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে সিলেট নগরীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া পাঠানটুলা কামিল (এম.এ) মাদরাসা, পাঠানটুলা।
জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় সদর উপজেলার ৩৮টি বৃত্তির মধ্যে জামেয়া পেয়েছে ২৫টি। টেলেন্টপুল ১০ ও সাধারণ ১৫।
দাখিল পরীক্ষায় বৃত্তি পেয়েছে মোট ১০টি। টেলেন্টপুল ৫ ও সাধারণ ৫।
আলিম পরীক্ষায় বৃত্তি পেয়েছে মোট ৭টি। টেলেন্টপুল ২ ও সাধারণ ৫।
জেডিসি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হলো:-
টেলেন্টপুলঃ
মো. রুহুল ইসলাম
ত্বাহা আব্দুল্লাহ
মো. ইমরান হুসাইন
শাহরুখ খান তানভীর
তাসলিমা খান
হুমায়রা রাশিদা চৌধুরী
গুলশানা আক্তার ইভা
ফাহিমা আক্তার
সায়মা চৌধুরী
তাহেরা সুলতানা
সাধারণঃ
মো. তাসনিমুল হক
আহমদ শরীফ মাহমুদ
মো. জুনায়েদ হোসাইন
মো. ফয়সল গাজী
মো. মুস্তাকিম বিল্লাহ
শাফায়াত কারীম ইয়ামিন
তানিমুল হাসান তালুকদার
আবু তালহা
মাসুমা বিনতে মাশুদ
হাবীবা মারজানা
বুশরা আহমদ
সামিয়া তানজিম
আয়েশা আক্তার শারমিন
লামিয়া আক্তার মীম
তাজকিয়া চৌধুরী সুমি
দাখিল পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হলো:-
টেলেন্টপুলঃ
আজিজুল হাসান নাঈম
মাহবুব আলম সোহাগ
হাসান মো. আব্দুল কাইয়ূম
মাহমুদা রহমান
দিলরুবা আক্তার সুমি
সাধারণঃ
ইউসুফ বিন জাকির
নূর মোহাম্মদ ওয়ায়েছ করনী
আরিফ হাসান সাকিব
রাহিমা বেগম
সুমাইয়া সিদ্দিকা চৌধুরী
আলিম পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হলো:-
টেলেন্টপুলঃ
হুসাইন বিন ইসহাক
সাজিদা বেগম
সাধারণঃ
মো. নূরুল হাসান
মুজতবা তামীম আল মাহদী
মুবাশশীর আলী
হাসনা বেগম
খোদেজা খানম আনওয়ারা
এ অভাবনীয় সাফল্যের জন্য জামেয়ার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, গভর্নিং বডির সদস্যবৃন্দ মহান মাবুদের শুকরিয়া আদায় করেছন এবং বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।