এসবিএন দক্ষিণ সুরমা প্রতিনিধি: দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বদিকোণাস্থ প্রগতি উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন ২১ মার্চ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্যব্রত রায়, প্রগতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আলহাজ্ব শাহ আলম, প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশ, সদস্য হাজী আফতাব আলী, মকবুল হোসেন, তজম্মুল হোসেন, সহকারী শিক্ষক আব্দুল খালিক, সেলিনা জাহান, মৃদুল বরন আচার্য্য, পৃথ্বি কুমার ঘোষ, রত্না রাণী দাস, মো. শাহাজাদা, ভানু চন্দ্র পাল, ফয়সাল আহমদ, জুবায়ের আহমদ, আব্দুস ছাত্তার, সুপ্তা রাণী ঘোষ প্রমুখ।
স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনের সার্বিক তত্ত্বাবধান করেন সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে ছাত্রী সানজিদা আক্তার, সহকারী আব্দুল আমিন ও হাবিবা বেগম।
প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করে কাওছার আহমদ, আখলিমা আক্তার, শিউলী আক্তার, এনি বেগম, আতিকুর রহমান।
পোলিং অফিসার হিসেবে ছিল তারানা রহমান, সায়মা বেগম, ফারজানা, তানভীর আহমদ, মোবারক হোসেন, ফাইয়াদ সাদী শুভ, সাম্মিয়া বেগম, আবিদা সুলতানা, আফিয়া বেগম প্রমুখ।
উল্লেখ্য, স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে ৫১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিদ্বন্দ্বীতা করেন সর্বমোট ৩২ জন।