এসবিএন, দিরাই প্রতিনিধিঃ ভাটি বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার তাড়ল ইউনিয়নের ধল গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত ঘুড়ি উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি হাফিজুর রহমান তালুকদার।
উৎসবে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলতাফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা, ইউপি চেয়ারম্যান নুরুল হক, কেয়ার নিউট্রিশন প্রকল্পের ম্যানেজার আনিসুর রহমান সোহাগ, পপির বাবুল হোসেন।
উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, ফারুকুর রহমান চৌধুরী, ফখরুল আমিন চৌধুরী প্রমুখ।