এসবিএন, দিরাই প্রতিনিধিঃ দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি হাফিজুর রহমান তালুকদার বলেন, সারাদেশের তুলনায় শিক্ষার দিকে আমরা পিছিয়ে রয়েছি।
শুধু শিক্ষা উপকরণ বিতরণ করলেই হবে না, নিয়মিত প্রাথমিক বিদ্যালয় গুলোতে তদারকি করতে হবে। শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে জন সচেতনতা বাড়াতে হবে।
আমরা সবাই মিলে দিরাইয়ে শিক্ষার বিপ্লব ঘটাতে চাই, এইজন্য দিরাই উপজেলা পরিষদ এবারের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে।
বুধবার দুপুর ১২ টায় চরনারচর ইউনিয়নের ২০ টি মাদ্রাসা, বিদ্যালয়ে আসবাবপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেকালে তিনি এসব কথা বলেন।
চরনারচর ইউপি চেয়ারম্যান রতি রঞ্জন দাসের সভাপতিত্বে ও ইউপি সচিব অসিত বরন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, হেলবেটাসের সুলতানা রাজিয়া, উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার, সাংবাদিক টিপু সুলতান, কামাল পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনা বৈষ্ণব, দিরাই প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সর্দার মুজাহিদুল ইসলাম, উপজেলা পরিষদের সিএ ফখরুল আমিন চৌধুরী বাবলু, সিলেট এমসি কলেজের ছাত্র জুনেদ আহমদ প্রমুখ।