জালালাবাদ প্রতিনিধি::সিলেটের জালালাবাদ থানার টুকের বাজার এলাকায় শনিবার ১৬ ( ডিসেম্বর) মহান বিজয় দিবসের দিন স্থানীয় আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এসময় স্থানীয় সরকার দলীয় নেতা হেলাল উদ্দিন (৪০) মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী টুকের বাজার সরকারী প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক সেলিম মিয়া জানান,মহান বিজয় দিবসকে কেন্দ্র করে টুকের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ নেতা সুজাদ আলী প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সামনের সাড়ির চেয়ারে বসাকে কেন্দ্র করে আওয়ামীলীক ও বিএনপির দুই কর্মীর মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে দুই দলের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ হয়। জালালাবাদ থানা পুলিশ ঘটনা স্থলে পৌছলে উভয়পক্ষের মধ্যে সমজতার চেষ্টা কালে হঠাৎ আওয়মীলীগ জালালাবাদ থানার প্রচার সম্পাদক হেলাল উদ্দিনের উপর দেশিয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় কিছু দুষ্কৃতিকারী ।
ঘটনা স্থলে পুলিশ সাউন্ট বোলেট ও টিয়রশেল নিক্ষেপ করে পরিস্থি শান্ত করে ও সেলিম উদ্দিনকে সিলেট এম এ জি ওসমানী ম্যাডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সেলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
জালালাবাদ থানার ওসি (ভারপ্রাপ্ত) আনিসুল ইসলাম জানান,টুকের বাজারে বিজয় দিবসের অনুষ্টানে সরকার দলীয় ও বিরোধী দলের মধ্য সংঘর্ষে পুলিশ সহ প্রায় ২০ জন মানুষ আহত হয়েছেন ও সরকার দলীয় এক নেতার মৃত্যু হয়েছে । সেলিম উদ্দিনের পরিবারের পক্ষ্য থেকে মামলার প্রস্তুতি চলছে ।অনতিবিলম্বে আসামীদের আইনের আওতায় আনা হবে।