বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোয়াইনঘাট শাখার অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রবাসে থাকা অবস্থায় ও মামলার নজির পাওয়া গেছে।অভিযুক্তের পরিবারের সাথে কথা বলে জানা যায় সালেহ আহমেদ পিতা আব্দুল কাদির গত দেড় বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন।দেশে থাকাকালীন সময়ে ক্ষমতাসীনদের বিরুদ্ধে রাজনীতিতে সক্রিয় থাকায় কারণে অনেকবার হামলা মামলার শিকার হয়েছেন এবং ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর র্যাপিড একশন ব্যাটেলিয়ন(র্যাব)কতৃক গ্রেফতার এবং অত্যাচারিত হন।এবং অভিযুক্ত সালেহ আহমেদ প্রবাসে থাকার পর ও তার পরিবারকে সবসময় হুমকি এবং নানা ভাবে হয়রানি করা হচ্ছে।যার ফলশ্রুতিতে অভিযুক্তের স্কুল পড়ুয়া ভাই-বোন ও ভয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন।এবং অভিযুক্ত সালেহ আহমেদ দেশে আসলে তাকে হত্যার হুমকি ও প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও তাদের সহযোগীরা।গতকাল ১৩ ই মার্চ ২০২৩ একটি রাজনৈতিক ও হত্যার হুমকি প্রদান করা হয়েছে এমন মামলায় সালেহ আহমেদ কে ২ নাম্বার আসামি করে খিদিরপুর(দত্তগ্রাম)আওয়ামীলিগ নেতা -তাজুল ইসলাম,পিতা-মৃত:আফতাব উদ্দিন একটি ফৌজধারী মামলা দায়ের করিলে অভিযুক্তের বিরুদ্ধে FIR ও Chargesheet গঠন করা হয়।অভিযুক্ত (সালেহ আহমেদ) এর আইনজীবীর সাথে কথা বলে জানা যায় উক্ত মামলায় আসামীকে পলাতক দেখানো হয়েছে এবং তার পরিবারকে নানাভাবে হুমকি প্রদান করা হচ্ছে।দায়িত্বরত আইনজীবী আর ও জানান অভিযুক্তের নামে ২০২১ সনের ১৬ জুলাই আরেকটি ফৌজধারী মামলা এখনো আদালতে বিচারাধীন রয়েছে।