সিলেট৭১নিউজ ডেস্ক: অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশু কিশোরদের উন্মুক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শুক্রবার ( ২৩ ফেব্রুয়ারি ) বিকেলে শিশু-কিশোরদের উন্মুক্ত চিত্রাংকন, আবৃত্তি, সুন্দর হাতের লেখা ও সংগীত প্রতিযোগীতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব মোঃ আহসান সিদ্দিকীর উপস্থাপনায় এবং প্রেসিডিয়াম সদস্য আহমেদ মোসলেহ উদ্দিন এর সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বিখ্যাত আবৃত্তি শিল্পী সাহানারা খাতুন, সংগঠনের কার্যকরী সভাপতি এবিএম শফিউল আলম বুলু, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মন্ডল, কাজী আব্দুর রাজ্জাক, আইয়ুব আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম ভুট্টো, শেখ বাদশা উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ প্রীতম আহমেদ বাবুল, দপ্তর সম্পাদক কণ্ঠশিল্পী উদয় শংকর বসাক, সহ দপ্তর সম্পাদক মোঃ হযরত আলী, আইন সম্পাদক এড. জাহাঙ্গীর আলম জয়, সাংস্কৃতিক সম্পাদক কণ্ঠশিল্পী শামীম চৌধুরী শ্যামল, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আসমা সিদ্দিকী, কৃষি বিষয়ক সম্পাদক জয় মাহমুদ রাজ, সহ নাট্য বিষয়ক সম্পাদক মোঃ শাহআলম সিকদার, সহ মহিলা বিষয়ক সম্পাদক রেবেকা ইসলাম রুমা, কার্যকরী সদস্য চিত্র নায়িকা সারা জেরিন, চ্যানেল আই সেরা কন্ঠশিল্পী বাঁধন কার্যকরী সদস্য আবদুল মতিন রাজবংশী, আবু জাহের টুটুলসহ অন্যান্য নেতৃবৃন্দ ও শত শত অংশ গ্রহণকারী শিশু কিশোর বন্ধুএব তাদের অভিভাবক।
শিশু-কিশোরদের মাঝে শুদ্ধ সংস্কৃতির বিকাশের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়তু দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা জয় হোক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের।