সিলেট৭১নিউজ ডেস্ক: পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের ১৪ দিনের রিমান্ডের আবেদন করেছে। এর আগে মঙ্গলবার আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়।
এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, জবাবদিহি আদালতের বিচারক মুহাম্মদ বশির নিউ পুলিশ গেস্ট হাউসে মামলার শুনানি পরিচালনা করছেন। যেখানে সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতারের কারণ উপস্থাপন করেছে এনএবি।
খবরে বলা হয়েছে, ইমরান খানের আইনজীবীরা অবশ্য এনএবি’র আবেদনের বিরোধিতা করেছেন। তার আইনজীবী খাজা হারিস বলেছেন, পিটিআই প্রধান তদন্তে সহযোগিতা করবেন, তার শারীরিক রিমান্ডের প্রয়োজন নেই।
পিটিআই চেয়ারম্যানের আইনজীবীরা অভিযোগ করেছেন, তাদের আদালতে ঢুকতে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। পরে দলের তিন আইনজীবীকে শুনানিতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রাঙ্গণ থেকে দেশটির সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যারা।