সিলেট৭১নিউজ :: আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে সিলেটে তিনদিনের অনুশীলন ক্যাম্প করবে জাতীয় দল। ঈদের ছুটি শেষে ক্রিকেটারদের এবার এ সিরিজে মনোযোগী হওয়ার পালা। সেই উদ্দেশ্যে আজ সন্ধ্যায় পুরো ওয়ানডে দল পাড়ি জমাবে সিলেটে।
বরাবরের মতো অনুশীলন ক্যাম্পে নেই সাকিব আল হাসান। তাকে ছাড়াই তামিম ইকবালের নেতৃত্বে সিলেটের বাউন্সি উইকেটে আয়ারল্যান্ড সিরিজের ভেন্যু চেমসফোর্ডের জন্য তৈরি হবে বাংলাদেশ।
সাকিবের অনুশীলন না করাটা নতুন কিছু নয়। এর আগেও ম্যাচের একদিন আগে দলে যোগ দিয়ে পরদিন মাঠে নামার নজির উপহার দিয়েছিলেন সাকিব। আর গত আয়ারল্যান্ড সিরিজে তো পুরোটা সময় ম্যাচ ডে বাদে সাকিব ব্যস্ত ছিলেন বিজ্ঞাপনের কাজে।
তাই আসন্ন অনুশীলন ক্যাম্প থেকে ছুটি চেয়ে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাতে চলে গেছেন সাকিব। নিজ বাড়ি মাগুরায় ঈদ করে পরদিনই যুক্তরাষ্ট্রের বিমানে চেপেছেন।
আগামী ৩০ এপ্রিল বাংলাদেশ দল যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সাকিবের এ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। তবে সেই সম্ভাবনাও বদলে যেতে পারে।