স্টাফ রিপোর্টার:: নীরব সমাজ সেবক, উদার দৃষ্টিভঙ্গি, শিক্ষানুরাগী, অসাম্প্রদায়িক, প্রবাসে বেড়ে ওঠা কবি রিনা বিবি।নীরবে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। তাই দেশ ও সমাজ কিভাবে উপকৃত হবে এ কথাই ভাবেন সারাক্ষণ। ১৯৬৩ সালের ১লা ফেব্রুয়ারী সোনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাঠলী ইউনিয়নের লোহারগাও গ্রামের এক সম্ভ্যান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। কিশোর বয়সে ফাড়ি জমান যুক্তরাজ্যের ইপসুইচ শহরে।সেখানেই তার বেড়ে ওঠা। ছাত্র জীবন থেকেই অপসংস্কৃতির বিরুদ্ধে লেখা লেখি ছিল তার নেশা । প্রবাসের থাকলেও কিভাবে অসহায় মনুষকে আশ্রয় দেওয়া যায় তা নিয়েই গভীর চিন্তা করেন তিনি। বিদেশে থেকে তিনি দেশ ও দেশের মানুষের কথাই ভাবেন। কর্মজীবনে তিনি স্বচ্ছতা ও সততার সাথে নিজ সন্তান ও পরিবার নিয়ে নিয়ে ভসবাস করে আসছেন যুক্তরাজ্যে।
গরীব দুখি কেউ কখনও তার নিকট থেকে খালি হাতে ফেরত যায়নি। অসহায় সাধারণ মানুষের সুখ দুঃখে সব সময়ই তাদের পাশে থাকার চেষ্টা করেন।করোনা নামক ভয়াবহ তান্ডবে দেশের কঠিন সময় মানুষের পাশে দাড়াতে নিজেকে আত্ননিয়োগ করেন সমাজ সেবায় ঠিক সেই সময় রিনা বিবি ওয়েলফেয়ার ট্রাস্ট নামক একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন।
তিনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।
পরবর্তী সময় সিলেটে ভয়াল বন্যায় তার সংগঠন সাধারণ মানুষের পাশে দাড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছিল অবিস্মরণীয় হয়ে থাকবে সিলেটবাসীর কাছে।বিশেষ করে চিতিৎসা সেবায় ছিল যতেষ্ট ভূমিকা।অসহায় এতিম ছাত্রদের নিয়ে প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা, যেখানে প্রায় ৩২ জন ছাত্রের থাকা খাওয়া বহন করে যাচ্ছেন তিনি।সময়ের সাথে কবি রিনা বিবি আধ্যাত্মিক,প্রতিবাদি,আধুনিক রুপায়নের ভূমিকা পালন করবে এমন একটি ভাবনা নামক কবিতার বই রচনা করেন।বইটি চিলেকোঠা প্রকাশনি থেকে প্রকাশ পায়।তিনি বহু সংখ্যক গান ও ইসলামি গজলের রচয়িতা । মধ্যবিত্ত ও দুস্থ জনগনের কল্যানে নিবেদিত করেছেন তিনি নিজেকে।
সিলেট৭১নিউজ/টিআর