নিউজ ডেস্ক : পহেলা বৈশাখে নগরে মঙ্গল শোভাযাত্রা করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা শাখা এবং তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস। অনুষ্ঠান সহযোগীতায় ছিল হৃদবন্ধন সাহিত্য পরিষদ। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় সিলেটের ঐতিহ্যবাহী শারদা হলের সামনে থেকে র্যালিটি অনুষ্ঠিত হয়ে কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা শাখার আহবায়ক জান্নাত আরা খান পান্না।
জেলা সদস্য সচিব সন্দিপন শুভ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন গ্রাসরুটস এর প্রধান নির্বাহী হিমাংশু মিত্র, সম্মিলিতি সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দেবব্রত রায় দিপন, হৃদবন্ধন সাহিত্য পরিষদের সভাপতি হিমাংশু রায় হিমেল ও কবি অমিতা বর্দ্ধন।
এসময় বক্তারা বলেন, মঙ্গল শোভাযাত্রা ওয়ার্ল্ড মেমোরি অব হেরিটেজের অন্তর্ভুক্ত। ফলে এই সাংস্কৃতিক ঐতিহ্যটি আন্তর্জাতিক সম্প্রদায়ের। বিশ্বের প্রতিটি জনগোষ্ঠীর এটি অসাধারণ সম্পদ। সেটির রক্ষণাবেক্ষণ, সেটি সংরক্ষণ ও সকলের মাঝে ছড়িয়ে দেওয়া এখন সকলের সম্মিলিত দায়িত্ব এবং এটি অন্তর্ভুক্তমূলক দৃষ্টি ও দর্শনের প্রতিফলন।
বক্তারা বলেন, গত শতকের আশির দশকে সামরিক শাসনের অন্ধকার ঘোচানোর আহ্বানে পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়েছিল। এটিই পরে ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম ধারণ করে। ২০১৬ সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায় এই শোভাযাত্রা। সেই সময় থেকে চারুকলা অনুষদের নেতৃত্বে প্রতিবছর উদযাপিত হয় এই উৎসব। সুতরাং সার্বজনীন এই উৎসব কোনো একটি চিহ্নিত গোষ্ঠীর হুমকীতে বন্ধ হয়ে যেতে পারে না। বক্তারা আবহমান বাঙলার সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার জন্য সকল বাঙালীর প্রতি আহবান জানান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাসরুটস সিলেট এর সদস্য সেলিনা হোসেন, রনিক সিংহ, লিমন খান, হৃদবন্ধন সাহিত্য পর্ষদের সাধারণ সম্পাদক তপন পাল, প্রভাষক মিহির মোহন, সন্তোষ রঞ্জন পাল, সংগীত শিল্পী রুনা তালুকদার, সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট এর সিনিয়র সদস্য ডা. শামসুন নূর মানব, সদস্য রতন চক্রবর্তী, হেলাল আহমদ, তুরাগ দাস, এডভোকেট অনির্বান দাস, উত্তম দাস, রিংকু চন্দসহ আরো অনেকে