নিউজ ডেস্ক : কাল পহেলা বৈশাখ। আজ চৈত্রের শেষ দিনে খরতাপে পুড়ছে দেশ। রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রচণ্ড গরমে হাঁসফাঁস জনজীবন। ছড়িয়ে পড়েছে নানা রোগ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। ঘরে ঘরে দেখা দিয়েছি সর্দি জ্বর। অতিষ্ট হয়ে পড়েছে গৃহ পালিত পশুরাও।
তবে এই গরম আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা কম।
এই গরমে ফসল উৎপাদন হ্রাস পাচ্ছে। কৃষ মাঠে কাজ করতে পারছে না। গরম বাতাসের কারণে অনেক মানুষ ঘর বন্দি হয়ে পড়েছেন। বিশেষ কাজ না থাকলে ঘরের বের হচ্ছেন না।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের তাপ প্রবাহ যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৫৩ শতাংশ।
জানা যায়, আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ৩৩ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস।
লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৩৯ মিনিটে।