স্টাফ রিপোর্ট : সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে লড়াই করতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন মোট ১০ জন।ক্ষমতাসীন দলের হয়ে লড়াই করতে মনোনয়ন প্রত্যাশা করছেন তারা। এর মধ্যে মূল আলোচনায় দুইজন। এর মধ্যে একজন হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী এবং অপরজন প্রয়াত মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের পুত্র ও সিলেট মহারগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপুল। প্রেসিডিয়াম সূত্রের বরাত দিয়ে দলের মহানগর শাখার এক শীর্ষ নেতা জানিয়েছেন, মেয়র নির্বাচনে ১০ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। তবে এর মধ্যে মূল আলোচনায় থাকছেন উল্লেখিত দুইজন। তাদের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
গত চার দিনে আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি করেছে। বুধবার (১২এপ্রিল) ছিল দলটির মনোনয়ন বিক্রির শেষ দিন।এই দশজনের মধ্যে নয়জন আওয়ামী লীগ নেতা এবং একজন ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ।
আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।তারা হলেন-যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোরুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক (কাউন্সিলর) আজাদুর রহমান আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম এ হাসান জেবুল, সাংগঠনিক আরমান আহমদ শিপলু, সাংগঠনিক সম্পাদক (কাউন্সিলর) ছালেহ আহমদ সেলিম, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সদস্য মো.মাহি উদ্দিন আহমদ।
ইতোমধ্যে পাঁচ সিটিতে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি নির্বাচন। এছাড়া ১২ জুন দ্বিতীয় ধাপে খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হবে। সবশেষ ২১ জুন রাজশাহী ও সিলেট সিটির ভোট অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে সবগুলো সিটি করপোরেশনেই ব্যালটে ভোট অনুষ্ঠিত হবে।