নিউজ ডেস্ক: ফুরিয়ে যান ক্রিস্টিয়ানো রোনালদো। অবশ্য শেষ তিন ম্যাচের পরিসংখ্যান এমনটাই বলছে। জাতীয় দল কিংবা ক্লাবের জার্সিতে সবখানেই অপ্রতিরোধ্য তিনি। আন্তর্জাতিক ও ক্লাব মিলিয়ে শেষ তিন ম্যাচে করেছেন ৬ গোল। পর্তুগালের হয়ে যেখানে শেষ করেছিলেন, ক্লাবে ফিরে যেন সেখান থেকেই শুরু করলেন সিআর সেভেন।
শুরুতে অবশ্য কঠিন ছিল। তবে আল নাসরের সঙ্গে বেশ দ্রুতই নিজেকে মানিয়ে নিচ্ছেন রোনালদো। গোল পেতে এখন আর খুব একটা সংগ্রাম করতে হয় না তাকে। নিয়মিতই পাচ্ছেন গোলের দেখা।
এবার রোনালদোর জোড়া গোলে বড় জয় পেল আল নাসর। রেলিগেশন পর্যায়ে থাকা আল আদালাহকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।
মঙ্গলবার প্রিন্স আব্দুল্লাহ বিন জালাউইয়ি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে একটি গোলই পায় আল নাসর। শুরুটা হয় রোনালদোকে দিয়েই। ম্যাচের ৪০ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করেননি এই পর্তুগিজ ফরোয়ার্ড।
বিরতির পর নাসরের ব্যবধান দ্বিগুণ করেন তালিসকা। ম্যাচের ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি রোনালদো। বক্সের কিছুটা বাইরে থেকে বল পেয়ে বাঁ প্রান্ত দিয়ে দ্রুতই ভেতরে ঢুকে পড়েন তিনি। এরপর বাঁ পায়ের দুর্দান্ত এক শটে পরাস্ত করেন আদালাহ গোলরক্ষককে।
সৌদি লিগে এটি তার ১১ তম ও নিজের ক্যারিয়ারের ৮৩৪ তম গোল।
আল নাসরের হয়ে বাকি দুটো গোল করেন তালিসকা ও আয়মান ইয়াহিয়া। এই জয়ে ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আল নাসর। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে আল ইত্তিহাদ।