আর্ন্তজাতিক:: কয়েক মাস ধরেই অধিকৃত পশ্চিম তীরে সন্ত্রাসবিরোধী অভিযানের নামে নিরীহ ফিলিস্তিনিদের ওপর অত্যাচার চালাচ্ছে ইসরাইলি সেনারা। তাদের বাধা দিতে গেলে শতাধিক ফিলিস্তিনিকে প্রাণ দিতে হয়েছে। এতে ক্ষোভের সৃষ্টি হয়েছে ওই এলাকার সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে। এর ফলে অঞ্চলটিতে ইসরাইলি নাগরিকদের টার্গেট করে হামলার ঘটনাও বেড়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ নভেম্বর) অধিকৃত পশ্চীম তীরের একটি শিল্পাঞ্চলে কয়েকজন ইসরাইলিকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে এক ফিলিস্তিনি যুবক। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। গুরুতর অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় ইসরাইলি চিকিৎসকরা।
হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসরাইলি সেনারা। পরে তাদের গুলিতে ওই ফিলিস্তিনি যুবক নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে, ওই যুবক কোনো ইসলামিক গোষ্ঠীর সদস্য কি না, তা জানা যায়নি। ফিলিস্তিনভিত্তিক কোনো গোষ্ঠীও এ ঘটনায় দায় স্বীকার করেনি।
এদিকে ইসরাইলের সাধারণ নির্বাচনের দুই সপ্তাহ পর শপথ নিয়েছেন পার্লামেন্টের নবনির্বাচিত সদস্যরা। ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে ৬৪ আসন পেয়ে সরকার গঠন করেছেন সাবেক প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি জোট। গত চার বছরে দেশটিতে পঞ্চমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো। পুনরায় প্রধানমন্ত্রী হলেন নেতানিয়াহু।