গোয়াইনঘাট প্রতিনিধি:সিলেটের গোয়াইনঘাটে যৌতুকের জন্য নির্যাতনেরর অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে সিলেট আদালতে যৌতুক নিরোধ আইনের ২০১৮ ইং এর ৩ ধারায় মামলা করেছেন নিছা বেগম (৩৫) নামের এক নারী।
মামলা সুত্রে জানা যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের সাতারগ্রামের মৃত আরব আলীর মেয়ে নিছা বেগম (৪১) সঙ্গে ১৪ অক্টোবর ১৯৯৫ ইং সালে বিয়ে হয় একই ইউনিয়নের কালিজুরি গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে গোলাম জবারুতের (৫২) সঙ্গে।
বিয়ের সময় নিছা বেগমের বাবা গোলাম জবারুতকে ১লক্ষ টাকার মালামাল প্রদান করেন। তার পর যথারীতি স্বামীর সংসার শুরু করেন নিছি বেগম।তাদের ঘরে জন্ম নেয় তিনটি কন্যা ও একটি পুত্র সন্তান।
নিছা বেগম বলেন,২০২০ইং সালের প্রথমধীকে গোলাম জবারুত স্ত্রী নিছা বেগমকে তার বাবার কাছ থেকে ৩ লক্ষ টাকা যৌতুক আনার জন্য চাপ সৃষ্টি করেন। নিছা বেগমের বাবার কাছে জবারুতের দাবীকৃত যৌতুকের টাকা দিতে নিছা বেগম অপরাগতা প্রকাশ করেন।
তার পরথেকেই নিছা বেগমকে মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন স্বামী গোলাম জবারুত। ছেলে মেয়েদের কারনে দীর্ঘদিন ধরে স্বামী গোলাম জবারুতের নির্মম নির্যাতন সহ্য করে আসছিলেন নিছা বেগম। কিন্তু নারী লূভি জবারুতের নির্যাতনের মাত্রা দিন দিন বাড়তে থাকে। এই বিষয়ে এলাকায় কয়েকদফা সালিশ বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু কোন সমাধান হয়নি।
সর্বশেষ, ৪ডিসেম্বর ২০২০ ইং সালে সকালে নিছা বেগমকে মারপিট করে বাড়ীতে থেকে বের করে দেন স্বামী গোলাম জবারুত।
জন্মদাতা মা নিছা বেগমের উপর এই নির্মম নির্যাতনের প্রতিবাদ করার কারনে বড় ছেলে আলী হোসেনকেও বাড়ী থেকে বের করে দেন তার বাবা গোলাম জবারুত। নিরুপায় হয়ে পড়েন নিছা বেগম। আশ্রয় নেন তার বাবার বাড়ী।
এ ঘটনায় নিছা বেগম সিলেট মাননীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১০ নং আমলগ্রহনকারী আদালতে তার স্বামী গোলাম জবারুতকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার নং-সি আর ২২,তারিখ ১৩/০৬/২২ইং।
মামলা করার পর স্বামী গোলাম জবারুত আরো ক্ষিপ্ত হয়ে উঠেন। মামলা তুলে নিতে নিছা বেগম সহ তার পরিবারের সকলকে মোবাইল ফোনে হুমকি দেন। মামলা তুলে না নিলে নিছা বেগমকে তালাক দিয়ে দেবেন। এবং প্রানে মেরে ফেলারও হুমকিও দেন প্রতিনিয়ত।
নিছা বেগম বলেন, আর কত মেয়ে যৌতুকের জন্য নির্যাতিত হবে। জবারুতের মতো যৌতুক লোভী স্বামীদের কঠোর বিচার হলে যৌতুকের জন্য নির্যাতন কমে যাবে। স্বামী জবারুতের বিরুদ্ধে আদালতে মামলা করে এখন জবারুতের হুমকি ধমকিতে আমার পরিবারের সকল নিরাপত্তা হীনতায় দিন কাটাচ্ছে।
সিলেট৭১নিউজ/টিআর/আর টি