আন্তর্জাতিক ডেস্ক:: ঘরে ঢুকে এক ফিলিস্তিনি তরুণকে পরিবারের সামনেই গুলি করে হত্যা করেছে ইসরায়েলের সেনারা। সোমবার (১৫ আগস্ট) পূর্ব জেরুজালেমের পার্শ্ববর্তী কুফর আকাব শহরে এই ঘটনা ঘটেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এদিন মোহাম্মদ ইব্রাহিম শাম নামে ২১ বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণকে নিজবাড়িতে গুলি করে ইসরায়েলি সেনাবাহিনী।
ইব্রাহিমের বাবা বলেন, ভোরবেলা তাদের বাড়িতে অভিযান চালায় দখলদার বাহিনী এবং তার ছেলেকে খুব কাছ থেকে মাথায় গুলি করে। ওই অবস্থায় আধা ঘণ্টার বেশি ইব্রাহিমের মরদেহ ঘরের মেঝেতে ফেলে রাখে সেনারা। এরপর তাকে গ্রেফতার করে এবং কিছুক্ষণ পরেই তার মৃত্যুর ঘোষণা দেয়।
নিহত তরুণের বাবা বলেন, আমরা জানি না ওরা কেন আমাদের বাড়িতে এসেছিল। আমি ও আমার আরেক ছেলে লুকিয়ে না থাকলে তারা আমাদেরও মেরে ফেলতো।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা শহীদ ইব্রাহিম আল-শামের বেআইনি হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছে। একে একটি সংগঠিত সন্ত্রাসী মাফিয়ার কূটকৌশল বলেও উল্লেখ করেছে তারা। বিবৃতিতে বলা হয়েছে, এই হত্যাকাণ্ড রাজনৈতিক পর্যায়ের নির্দেশনায় দখলদার বাহিনীর ধারাবাহিক হত্যাকাণ্ডের অংশ।
সিলেট৭১নিউজ/আল জাজিরা