সিলেট৭১নিউজ:: কিশোরগঞ্জের নিকলীতে স্ত্রী ও মায়ের মধ্যে ঝগড়ার জের ধরে মো. ছেনু মিয়া (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ শনিবার সকাল ৭টায় উপজেলার জারুইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে ছেনু মিয়ার স্ত্রী ও মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া লাগতো। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও তাদের বিরোধ মেটেনি।
সম্প্রতি ছেনুর স্ত্রী দেলোয়ারা বেগম স্বামীকে পৈত্রিক বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার জন্য বলেন। এতে রাজি হননি ছেনু। তবে এ ঘটনায় শাশুড়ি মরচান বেগমের সঙ্গে দেলোয়ারার ঝগড়া হয়। সর্বশেষ আজ সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে দেলোয়ারা তার স্বামীকে বলেন, ‘তুমি বাড়ি বিক্রি করতে না পারলে ফাঁস নিয়ে মরতে পারো না?’ এ কথা বলে দেলোয়ারা বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণ পর দেখতে পান ঘরের দরজা লাগানো। বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা গিয়ে দরজা খুলে ছেনুকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ছেনুর মা মরচান বেগম (৬০) বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে ছেনুকে দূরে রাখতে পুত্রবধূ দেলোয়ারা প্রায় সময় ঝগড়া করতো। এরই জের ধরে আমার ছেলে আত্মহত্যা করেছে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান খান বলেন, ছেনু মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।