সিলেট৭১নিউজ:: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর এবার বাসভাড়া বাড়ানো হলো। মহানগরীতে বাস ও মিনিবাসের ক্ষেত্রে ২ টাকা ১৫ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা করা হয়েছে। অন্যদিকে আন্তঃজেলা ও দূরপাল্লার পরিবহনে ১ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা করা হয়েছে। আগামীকাল রোববার থেকে নতুন ভাড়া কার্যকর হবে।
এর আগে আজ শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে বাসভাড়া সমন্বয় করতে পরিবহন নেতাদের সঙ্গে বৈঠকে বসে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রাজধানীর বনানীর বিআরটিএর চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
advertisement
বৈঠকে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (প্রশাসন) মো. আজিজুল ইসলাম, পরিচালক (অপারেশন) মো. লোকমান হোসেন মোল্লা, সচিব এ টি এম কামরুল ইসলাম তাং, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, পরিবহন মালিক, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও শ্রমিক নেতারা।
সিলেট৭১নিউজ/টিআর