সিলেট৭১নিউজ::সিলেটে মার্শাল আর্ট শিখতে অসহায় আগ্রহীদের বিশেষ ব্যাচের মাধ্যমে ফ্রি ও স্বল্প ফিতে মার্শাল আর্ট প্রশিক্ষন দিচ্ছে দুই যুগেরও বেশি সময় যাবত সিলেট শহরে প্রশিক্ষন দেয়া প্রতিষ্টান সিলেট মার্শাল আর্ট একাডেমি-কারাতে-দো।
এই প্রশিক্ষনে শিক্ষার্থীদের পাশাপাশি যে কোন বয়সের নারী/পুরুষ অংশ গ্রহণ করতে পারবেন।
সিলেট মার্শাল আর্ট একাডেমি-কারাতে-দো এর প্রশিক্ষক ও পরিচালক সেন্সী ওস্তাত জসিম উদ্দিন বলেন, মার্শাল আর্ট প্রশিক্ষণ গ্রহণ করলে নিয়ম শৃঙ্খলা ও আত্ম-বিশ্বাসী হয়ে উঠা যায়।আত্মরক্ষা,সুস্থ জীবন যাপন সহ সে সঙ্গে মাদক, ধষর্ণ ও অনিয়ম মুক্ত
জীবনযাপন গঠন করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন,সিলেট মার্শাল আর্ট একাডেমি-থেকে ৭ হাজারের বেশি প্রশিক্ষন গ্রহণ করে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন।নারীদের জন্য আলাদা ব্যাচের ব্যবস্থা রয়েছে।আমাদের প্রতিষ্টানে প্রশিক্ষনের জন্য দেশের স্বনামধন্য প্রশিক্ষক বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্লাক বেল্ড তয় ড্যান সেন্সী জুবের আহমদ সুমন ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্লাক বেল্ড সুমাইয়া আক্তার নাদিয়া প্রশিক্ষন প্রদান করবেন।
আগ্রহীরা :ৎ
যোগাযোগ করতে ঠিকানা::
সিলেট মার্শাল আর্ট একাডেমি-কারাতে-দো,রিয়াজ ম্যানশন,৩য় তলা ,সুবিদবাজার,সিলেট-৩১০০।
মোবাইল::+৮৮০১৭১৬০ ৭২৮৫৯