আন্তার্জাতিক ডেস্ক::তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রাশিয়া সফরে যাচ্ছেন। সেখানে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিক ইস্যু নিয়ে কথা বলবেন।
এর আগে গত মাসে এরদোগান ইরানে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর দুই নেতার মধ্যে এটা ছিল প্রথম সাক্ষাৎ।
আল জাজিরার খবরে বলা হয়েছে, এরদোগান ও পুতিন শুক্রবার কৃষ্ণসাগরের শহর সোচিতে বৈঠকে বসবেন। আঙ্কারা জানিয়েছে, দুই নেতার বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কসসহ বৈশ্বিক বিভিন্ন বিষয় প্রাধান্য পাবে।
গতমাসে আঙ্কারা রাশিয়া-ইউক্রেনের মধ্যে খাদ্যশস্য পরিবহনে মধ্যস্থতা করে। পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এরদোগান ২০১৯ সাল থেকে আটবার রাশিয়া সফর করেছেন।