আন্তর্জাতিক ডেস্ক:: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর ১৫৮ দিন পর ইউক্রেনের খাদ্যশস্য ভর্তি জাহাজ বিভিন্ন দেশের উদ্দেশে কৃষ্ণসাগরের বন্দর ত্যাগ করেছে।
ইউক্রেনের স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে আটটার দিকে রাজোনি নামে সিয়েরা লিওনের পতাকাবাহী জাহাজটি রওয়ানা করে।
ইউক্রেনের শস্যবাহী জাহাজের চালানকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
ইউক্রেনের খাদ্যবাহী শস্য জাহাজ বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় বিশেষত সবচেয়ে ভঙ্গুর মানবিক প্রেক্ষাপটে অত্যন্ত প্রয়োজনীয় স্থিতিশীলতা এবং স্বস্তি আনবে বলে আশা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।
বিশ্ববাজারে ইউক্রেন অন্যতম প্রধান শস্য সরবরাহক দেশ। কিন্তু গত ৫ মাসের বেশি সময় যাবত যুদ্ধের কারণে দেশটিতে বিপুল পরিমাণ শস্য জমা হয়। রাশিয়ার করা এক চুক্তির আওতায় কৃষ্ণসাগরের বন্দর দিয়ে শস্য রপ্তানি শুরু করেছে দেশটি।
সিলেট৭১নিউজ/টিআর-০১/০৮/২২