তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৩৬ রান। রোববার (৩১ জুলাই) আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করেছে জিম্বাবুয়ে। এ ম্যাচে বাংলাদেশের হয়ে ক্যারিয়ারসেরা পাঁচ উইকেট নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে দুটি পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। নাসুম আহমেদ ও তাসকিন আহমেদের জায়গায় সুযোগ পান মেহেদী হাসান ও হাসান মাহমুদ। টস হেরে ফিল্ডিং করতে নেমে জিম্বাবুয়ে শিবিরকে একাই কাঁপিয়ে দেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২০ রান দিয়ে তিনি নেন ৫ উইকেট।
ইনিংসের প্রথম ওভারে দুটি উইকেট নেন সৈকত। প্রথম বলে রেগিস চাকাভাকে গোল্ডেন ডাকে ফেরানোর পর ওভারের শেষ বলে সৈকত তুলে নেন ওয়েসলে মেধভেরের উইকেট। নিজের দ্বিতীয় ওভারে আবার বোলিংয়ে এসে সৈকত ফিরিয়ে দেন ক্রেগ আরভিনকে। আরভিন ক্যাচ দেন লিটন দাসকে। তিনি নেন শন উইলিয়ামস ও মিল্টন শুম্বার উইকেটও। এদের মধ্যে সবচেয়ে বেশি রান করেন উইলিয়ামসম, তা-ও সেটা ৮।
প্রথম ম্যাচের মতো জিম্বাবুয়ের হয়ে এ ম্যাচেও হাল ধরেন সিকান্দর রাজা। ৫৩ বলে ধীরেসুস্থে ৬২ রানের কার্যকরী এক ইনিংস খেলেন তিনি। তার উইকেট নেন মুস্তাফিজুর রহমান। রায়ান বার্ল করেন ৩২ রান। ৩১ বলে ৩ চার মারার পর তাকে আউট করেন হাসান মাহমুদ। শেষ দিকে লুক জংউই ১১ ও মাসাকাদজা ৬ রান করেন। বাংলাদেশের হয়ে মোসাদ্দেক ৫ উইকেট নেন। একটি করে উইকেট পান ফিজ ও হাসান মাহমুদ। মাসাকাদজা হন রানআউটের শিকার।
মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ
রেগিস চাকাভা, ক্রেগ আরভিন, ওয়েসলে মেধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দর রাজা, রায়ান বার্ল, মিল্টন শুম্বা, লুক জংউই, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা ও তানাকা চিভাঙ্গা।