সিলেট৭১নিউজ ডেস্ক;: পটুয়াখালীর গলাচিপায় জমিসংক্রান্ত বিরোধের জেরে নুরু খান (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নুরু খানের ছেলে নোমানসহ তিন জন আহত হন।
সোমবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে চর শিবা গ্রামের মুজিব নগর দাখিল মাদ্রাসার পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই এলাকার মান্নান ভূঁইয়া নামের এক ব্যক্তির সঙ্গে নুরু খানের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ জমি নিয়ে আদালতে মামলা চলছে। এছাড়া, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার শালিস বৈঠকও হয়েছে। গতকাল সন্ধ্যায় নুরু খান মুজিব নগর দাখিল মাদ্রাসার পূর্ব পাশ দিয়ে বাড়িতে যাচ্ছিলেন। তিনি চৌরাস্তায় পৌঁছলে মান্নান ভূঁইয়ার ছেলে রনি বেশ কয়েকজনকে নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এসময় বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে নুরু খানের ছেলে নোমান ও ভাতিজা রাসেলসহ তিন জন। এসময় তাদের ওপরও হামলা করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গলাচিপা হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নুরু খানকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান