একজন অন্ধ ব্যক্তির হাতে যেকোনো মূল্যমানের টাকার নোট দিলে। সে কিভাবে বুঝতে পারে কত টাকা তার হাতে দেওয়া হয়েছে?
জি, একজন অন্ধ ব্যাক্তির পক্ষে বাংলাদেশি ব্যাংক নোট গুলোর মূল্যামান বুঝা সম্ভব।
১০০০ হাজার টাকার নোটের ডান পাশে পাঁচটি ছোট গোল বৃত্ত রয়েছে। এগুলো একটু খসখসে। হাত দিয়ে স্পর্শ করলেই বুঝা যায়। আপনার হাতের কাছে কোনো নোট থাকলে চেক করে নিন।
তাহলে সহজেই বুঝতে পারবেন। এখন এই বৃত্তের সংখ্যা পাঁচটি হলে তা ১০০০ টাকার নোট, চারটি হলে ৫০০ টাকার নোট, তিনটি হলে ১০০ টাকার নোট, দুইটি হলে ৫০ টাকার নোট এবং একটি হলে তা ২০ টাকার নোট।তবে নোট শনাক্ত করতে একটু দক্ষতা আর প্র্যাকটিস প্রয়োজন। ও হ্যাঁ আরেকটি কথা এই বৃত্তগুলো এবং তার উপরের আড়াআড়ি রেখাগুলো উভয়েই খসখসে। তাই আপনি এগুলো দেখে (মানে হাত দিয়ে স্পর্শ করে) প্রাথমিক ভাবে জাল টাকা শনাক্ত করতে পারবেন।