তোমরা জানো নি
তোমরা শোনছো নি
ইমার গাজ্জালীর কথা
অল্প বলি।
যেথায় হইত ওয়াজ নছিয়ত
গোপনে লইতেন শোনি… ইমাম গাজ্জালী।
একদিন একটা লোক দেখিলা
গাছের নিচে একটা খোকা
দুধ কলার ভাত আদর করে
আল্লাজিরে খাওয়াইতেছে
শোইনা কথা ক্ষেপলো লোকটা
চুপ করিল খোকার মুখটা।
লোকটার হইল বিপরীত…. ইমাম গাজ্জালীর
একদিন গেলা লোকালয়ে
পারা ছিড়া বসন অংগে
চিনতে কেউ পারে নাই তারে
ইটার সাথে রক্ত ঝরে।
যুগে যুগে থাকবে কথা
মানুষে মানুষ চিনে না
গোপন রয় যার কারণে… ইমাম গাজ্জালীর
কথা শোনছো নি…
ইমাম গাজ্জালীর
কথা শোনছো নি…
কবি রীনা বিবির ভাবনা কাব্যগ্রন্থ নেয়া।