সিলেট৭১নিউজ ডেস্ক;: ঢাকার ধামরাইয়ে অনুষ্ঠিত সুতিপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে অনৈতিকভাবে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থককে কেন্দ্রে ঢুকতে দেওয়ায় র্যাবের এক কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের কালামপুর আমাতন নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।
প্রত্যাহার হওয়া র্যাবের ওই কর্মকর্তার নাম জাহিদুল ইসলাম। তিনি সংস্থাটির উপ-সহকারী পরিচালক (ডিএডি) পদে কর্মরত রয়েছেন।
উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. রেজাউল করিম রাজার এক সমর্থককে নিয়ে ভোটকেন্দ্রের ভেতরে ঢোকেন ডিএডি জাহিদুল ইসলাম। এসময় বিষয়টি উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তারের নজরে আসে। পরে তিনি ওই ব্যক্তি এই এলাকার ভোটার কি না জানতে চাইলে তিনি ভোটার নন বলে জানান। এসময় তাকে ভোটকেন্দ্র ত্যাগ করতে বললে ওই র্যাব কর্মকর্তা জানান তিনি ওই ব্যক্তিকে নিয়ে কেন্দ্রে ঢুকেছেন। এরপর নির্বাচন কর্মকর্তা ওই র্যাব কর্মকর্তার পদবি ও নাম জেনে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালে তাকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, ‘নির্বাচনী দায়িত্বে থাকাকালীন কেউ এভাবে ভোটকেন্দ্রে বাইরের কাউকে ঢুকতে দিতে পারেন না। অনিয়মের মাধ্যমে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থককে নিয়ে কেন্দ্রে প্রবেশ করায় র্যাবের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. জাহিদুল ইসলামকে কেন্দ্রের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি র্যাব সদর দপ্তরে জানানো হয়েছে।’
সিলেট৭১নিউজ/ইফতি রহমান