সিলেট৭১নিউজ ডেস্ক;: মাদারীপুরের রাজৈরে বেলুনে গ্যাস ভরার সময়ে সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত হয়েছেন। এসময় এক শিশুসহ আহত হয়েছেন তিনজন।
বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
আহতরা হলেন- ফরিদপুর জেলার বড় নাওডুবি এলাকার ছলেমান মাতুব্বরের ছেলে বেলুন বিক্রেতা রকিবুল (১৮), একই জেলার কাইচাইল এলাকার বেলুন বিক্রেতা জুবায়ের (২৩) এবং মাদারীপুরের রাজৈর শংকরদি এলাকার দুলাল মোল্লার ছেলে আফনান (১০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বদরপাশা ইউপি নির্বাচন চলছে। শংকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশে একটি পুকুর পাড়ে বেলুনে গ্যাস ভরে বিক্রি করছিলেন তিন বিক্রেতা। এ সময় এক বিক্রেতা নতুন করে বেলুনে গ্যাস ভরতে শুরু করলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে তৃতীয় শ্রেণির এক ছাত্রসহ চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নাম না জানা বেলুন বিক্রেতার মৃত্যু হয়। আহত অপর ৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান