সিলেট৭১নিউজ ডেস্ক;: পটুয়াখালীর গলাচিপায় একটি তক্ষকসহ সিদ্দিক মোল্লা (৫৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-০৮ এর সদস্যরা।
রোববার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার বালির হাওলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিদ্দিক বালির হাওলা গ্রামের মৃত কাঞ্চন মোল্লার ছেলে।
র্যাব জানায়, সিদ্দিক একজন কৃষক হলেও তক্ষক ক্রয়-বিক্রয় তার প্রধান পেশা। তিনি সাধারণ মানুষের সাথে তক্ষক নিয়ে প্রতারণা করে আসছেন এমন সংবাদে বালির হাওলা গ্রামে অভিযান চালায় র্যাব-০৮ এর সদস্যরা। এসময় তাকে তক্ষকসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়। তক্ষকটি তিনি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তক্ষকটির দৈর্ঘ্য ১৫ ইঞ্চি এবং এর ওজন ২শ ২৫ গ্রাম। যার অবৈধ বাজার মূল্য সাড়ে ৬ লাখ টাকা। পরে রাতেই তক্ষকসহ সিদ্দিককে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে গলাচিপা থানায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছে।
র্যাব-০৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম জানান, তক্ষক ধরা ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ অবৈধ। এ সকল প্রতারকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান